কতোটা মাড়ালে পথ কষ্ট হবে দূর;
কতোটা জ্বললে জ্বালা পুড়ে হবে ছাই!
কতোটা জমলে অশ্রু হবে সমুদ্দুর;
কতোটা বাসলে ভালো তাকে কাছে পাই!


পথেই নেমেছি আমি পাথেয় ছাড়াই,
পথই নিয়ে যাবে জানি লক্ষ্যে অবশেষে।
অলক্ষ্যে দাঁড়াবে পাশে কেউ সহসাই
পথ দেখাতেই শুধু, কিংবা ভালোবেসে।


রচনাকাল: মক্কা শরীফ, ০৭ আগস্ট ২০১৯