আকাশ ছেয়ে ঝড় উঠেছে, ভাঙতেছে ডালপালা।
বলছে সবাই,' পথের মানুষ, পালারে তুই পালা।'
আমি বলি,' কোথায় যাবো, কোথায় পাবো ঘর!
পথের পথিক, পথই আপন, আর সবি যে পর।'


পথ চলেছে এঁকেবেঁকে তেপান্তরের মাঠে;
সেই পথে যে হেঁটে আমার দিন রজনী কাটে।


পথের পাশে দাঁড়িয়ে থাকা বটবৃক্ষের ছায়ে;
একটুখানিক ঘুমিয়ে নিই শীতল দক্ষিণ বায়ে।
নানান রকম পাখির ডাকে যখনই ঘুম ভাঙে;
আবার হাঁটি, আবার চলি; মেঘলা আকাশ রাঙে।


ঝড় উঠেছে, আসুক জোরে; প্রলয় হাসুক তবে।
আমার আমি হারিয়ে যাবো ধ্বংসেরই উৎসবে।


ঘর বাঁধা যার হয় নি আজও, বিশ্ব ভুবন মাঝে;
ঘরে ফেরার কথা শোনা তার কখনো সাজে!
তোমরা যারা ঘর বেঁধেছো, ঘরেই বসে থাকো।
ঘরের মানুষ পর করো না, বুকের মাঝেই রাখো।


আমার মতোন ছন্নছাড়ার নেই জগতে কেউ;
মরলে আমি, কার বুকে আর উঠবে ব্যথার ঢেউ!


রচনাকাল: ঢাকা, ৩০ মার্চ ২০২০