শ্রবণ প্রতিবন্ধী তাদেরকে বলে যারা কানে শোনে কম।
দৃষ্টি প্রতিবন্ধী হলে তারা চোখে দেখেই না একদম।
শুনেও যারা শুনে না আর চোখে দেখেও যারা দেখে না।
কেমন প্রতিবন্ধী তারা- কেউ কখনো তা তো লেখে না।
কথা কইতে না পারলে তো সে হবেই বাক্-প্রতিবন্ধী।
কেমন রোগী সে যার মিথ্যে বলায় নেই-ই কোনো প্রতিদ্বন্দ্বী?
বুদ্ধি প্রতিবন্ধী হলে তো সে নিজেই আঙুল পুড়াবে আগুনে।
সে কি প্রতিবন্ধী যে বর্ষায় নয়- বসকে ছাতা ধরে ফাগুনে?
নানা রকমের অটিজমে ভুগে বাচ্চারা সব কষ্ট পায়।
অটিস্টিকের রোগী নিয়ে ঘর-সংসারে সুখ নষ্ট-প্রায়।
হকিস্টিক মানে লাঠি নিয়ে যারা লোকের উপরে চড়াও হয়-
প্রতিবন্ধী কোন্ ধরনের- যারা মারামারি করে সবসময়?
দুষ্ট লোকেরে নাচিয়ে বেড়ায় রয়েছে এমন অনেক বর্ণচোরা;
প্রতিবন্ধী এরাও কি- নাকি সমাজের পিঠে বিষের ফোঁড়া?


রচনাকাল: ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০১৮