আমার সুর্য আজ অস্তাচলগামী;
তোমায় আঁকড়ে তবু বাঁচতে চাই আমি।
তোমার আকাশে রাখো ক্ষণকাল ধরে;
দৃষ্টির আড়ালে তুমি যেয়ো নাকো সরে।
হৃদয়ের পাশে রাখো, থাকো কাছাকাছি।
সুস্থির হয়ে থাকি যতোক্ষণ বাঁচি।
বেলাশেষে লাভক্ষতি না মেলালে আর;
প্রয়োজন নেই কোনো ভালোবাসবার।
মিথ্যেও হয় যদি তোমার আশ্বাস,
তা সত্য আমার কাছে, করি বিশ্বাস।
এতো দৃষ্টিভ্রম নয়, নয় দুর্বলতা।
হৃদয়ের গভীর হতে প্রেম-আকুলতা
তোমার হৃদয়পানে ছুটে নিশিদিন।
আমার হৃদয় নয় ভালোবাসাহীন।
যতোদিন বেঁচে রবো, যাবো নাতো থেমে।
আমার হৃদয়ে রবে, ভালোবাসা-প্রেমে।
তোমার হৃদয়ে পেলে এতোটুকু স্থান
আমার এ প্রতীক্ষার হবে অবসান।


রচনাকাল: ঢাকা, ০৩ জানুয়ারি ২০১৮