মানুষ ভুলে যায় পুত্রশোক, পিতৃদেহের করে সৎকার।
মায়ের অন্তিম শয়ানের স্মৃতি ম্লান হয়ে আসে।
ক্যান্সারে আক্রান্ত অঙ্গের ব্যবচ্ছেদ দেখে ক্লান্ত চোখে।
নারী সয়ে যায় জঠরের জ্বালা হাসিমুখে, মাতৃত্বের স্বাদ পেতে।


মানুষ সবই পারে।
পারে না সয়ে যেতে অবাঞ্ছিত অপবাদ, সঙ্গীর চলে যাওয়া অন্যের হাত ধরে।
অপমান করে না হজম চুপচাপ থেকে।
সময় আর অসময় নির্মম ঘাতক, খায় কুঁরে কুঁরে।
প্রতিশোধ স্পৃহা তাকে নিয়ে যায় খাদের কিনারে;
কখনো মারে অন্যকে, নয়, মরে আত্মঘাতী হয়ে।


রচনাকাল: ঢাকা, ৭ অক্টোবর ২০১৯।