পুকুরপাড়ে কি কাজ তোমার সন্ধ্যেবেলা?
এই সময়ে বসে হেথায় ভুতের মেলা।
হরেক রকম ভুত আসে, সব প্রেমের মরা;
গলায় দড়ি, বিষ খাওয়া, কেউ জলে পড়া।
আমিই কেবল জীবন্ত কেউ, রই একেলা;
দেখতে আসি নানান রকম ভুতের খেলা।
তোমায় যদি না পাই তবে ভুত হবো তো;
পেত্নি বুড়ি হবে তখন, আমার মতো?
বটগাছের ওই মগডালেতে বাঁধবো ঘর।
তখনো কি আমায় তুমি ভাববে পর?
বাসবে ভালো, আমি যেমন আজকে বাসি?
কাঁদবে নাকি? তোমার ঠোঁটে থাকবে হাসি?
একটুখানি ভালোই বেসো, অল্প কেঁদো।
মরার পরে ভুতের সাথে ঘর তো বেঁধো!


রচনাকাল: ঢাকা, ২৪ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা।