রাতের চাদরে ঢেকে অন্তহীন গ্লানি,
আমাকে পুনর্বার করেছো গ্রহণ।
দিলে ভালোবাসা, দিলে প্রেম, জানি,
নিঃশেষিত হলো অন্তরের দহন।
তৃষ্ণার্ত মরুভূমি হলো মরুদ্যান;
গুল্মলতায় দেখো ফুটে আছে ফুল।
ভোরের আলোয় পাখি গায়, শুনো,গান;
মুছে যাবে সব দুঃখ বিভ্রান্তি ভুল।


রচনাকাল: ঢাকা, ৫ নভেম্বর ২০১৯