পুরুষ যখন নারী সেজে মঞ্চ কাঁপায়;
মুদ্রা তুলে অঙ্গ নাচায় ঢেউয়ের মতো।
দর্শকেরা হাততালি দেয় আবেগ ঢেলে;
কেউ ভাবে না, নারী তো নয় এ নর্তকী!


আমিও এমন নেচেছিলাম এক জীবনে;
জানতো সবাই যাত্রাপালার দর্শকেরা।
আজকে নিজেই ধোকা খেলাম ভালোবেসে;
নাচিয়েছে সে এক পুরুষ নারী সেজেই।


অন্ধকারেই দাঁড়িয়েছিলো সামনে শুধু;
আলিঙ্গনের, সঙ্গসুধার সাধ মেটেনি।
দেয়নি ছুঁতে, বুকের মাঝে নেয়নি তুলে;
উষ্ণ শ্বাসে সর্বশরীর কাঁপিয়েছিলো।


তার ঝাঁপিতে সর্প ছিলো, বিষের থলি;
দংশনে তার নীলে নীলে নীল তো হলাম।
ভালোবাসার বিনিময়ে এইতো পেলাম;
নারী সাজা সেই পুরুষের শিৎকারে আজ!


রচনাকাল: ঢাকা, ২০ জুন ২০২১।