রানী,
আমি জানি
আমার উপর রেগে আছো খুব।
কদিন থেকেই কোনো দূর জলাশয়ে দিয়ে আছো ডুব।
ধারণা করি, বিরক্ত হয়েই চলে গেছো দৃষ্টির আড়ালে।
কি এমন ক্ষতি হতো মুখোমুখি দাঁড়ালে?


ফেসবুকের পাতায় পরিচয়।
জীবন্ত দেখা হয়েছে এমনও নয়।
কার ছবি কে আপলোড করে!
কেউ কেউ বয়সও কমিয়ে ধরে।
প্রোফাইলে কতো কিছু থাকে।
বিশ্বাস করতেই হয় দেখি নাই যাকে।
তোমার সব তথ্যই সত্য বলে মানি।
মেসেঞ্জারের কথোপকথন থেকে কিছু কিছু জানি।
ভালোবাসাটাও হঠাৎ করে নয়।
ভালো লাগা থেকেই এটা শুরু হয়।
তারপর?
দিন নেই, রাত নেই তোলপাড় মনের ভিতর।
কোথায় কখোন কিভাবে থাকো,
নাওয়া-খাওয়া হলো কিনা, কখোন ডাকো,
এসব ভাবতেই সময় চলে যায়।
মন চায়
তোমাকে স্বশরীরে দেখি,
এটা ভেবে নয় যে তুমি আসল না মেকি।
কথাটা বলাতেই তুমি চুপ হয়ে গেলে।
কি জানি কি ভেবে দিলে দূরে ঠেলে।
ফেসবুকে নেই রিপ্লাই।
মেসেঞ্জারেও তাই।
আজ তোমাকে তাই বলছি,
আমি ভিতরে ভিতরে খুব জ্বলছি।
দেখা নাহয় নাই দিলে।
ভার্চুয়াল জগতের এই ঝিলে
দুজনেই করি অবগাহন।
মেসেঞ্জারই হোক বাহন
যোগসূত্রের।
তাতেই আমার প্রাপ্তি হবে ঢের।
মনের কাছাকাছি রাখো।
আমি ভালো থাকি, তুমি ভালো থাকো।


রচনাকাল: ঢাকা, ০৩ নভেম্বর ২০১৮