রোমে যখন আগুন জ্বলে, নিরো বাজায় বাঁশি;
মানুষ পুড়ে ছাই, পিশাচের মুখে অট্টহাসি।
ধর্ম বর্ণ গোত্র নিয়ে যুদ্ধ-হানাহানি;
রক্তে ভেজা লাশ নিয়ে বয় উজান-ভাটার পানি।


অমানুষের রাজনীতি আর নীতিবিহীন লোক;
দেশে দেশে ঘরে ঘরে সৎ মানুষের শোক।
মানুষ পুড়ে, সমাজ পুড়ে, ভয়ভীতি আর ত্রাস;
বাসঅযোগ্য পৃথিবীতে কেমনে করি বাস!


রচনাকাল: ঢাকা, ১৮ অক্টোবর ২০২১।