মিছেই রক্তাক্ত কর মুখমন্ডল নিজেরই মুষ্ঠির আঘাতে;
নিজের চোখেই ঢুকিয়ে দাও হাতের নখর।
ঋতুবতী নারীর প্রেম স্থায়ী নয় নির্দিষ্ট কারো সাথে;
তার অনুভূতি তীব্র, প্রখর।
ভালোবাসা সিন্দুকে রাখা ধনরত্ন নয়;
নিত্যদিনের চাষবাসের সোনালী ফসল।
যতোই যাও না করে কৃত্রিম অভিনয়;
প্রেমের পরীক্ষায় হবে নিস্ফল।
নারীকে বুঝতে হয় মায়া আর মমতার বাঁধনে বেঁধে;
শ্রদ্ধা আর অন্তরের আকুতি মিশিয়ে।
না হলে শুধুই কবিতা লিখে আর শিল্পে মাধুর্য্য সেধে;
যাবে না পাওয়া রমনীহৃদয়, বরং তা উঠবে বিষিয়ে।


রচনাকাল: ঢাকা, ০৮ মার্চ ২০২০