রুই-কাতলা গভীর জলে, পুঁটির যতো ফাল;
জালের ফান্দে চুনোপুঁটি, কান্দে চিরকাল।
রুই-কাতলা ধরা, সেতো বুদ্ধিমানের কাজ;
বরশিতে টোপ দিতে হবে, চলবে না আওয়াজ।


রুই-কাতলার পিছে থাকে বোয়াল মাছের লেজ;
ঝটকা টানে মারবে বাড়ি, যতোই দেখাও তেজ।
বড় মাছের ঝোল খাওয়া তাই অতো সহজ নয়;
মনের মধ্যে সাহস রেখো, ভয়কে করো জয়।


রচনাকাল: ঢাকা, ২৭ আগস্ট ২০২০