সাধকের জন্য নয় সংসারজীবন;
সাধনার ব্রত নিয়ে দাও দেহ-মন।
সমাজ সংসার দুইই উপকৃত হবে;
তোমার ত্যাগের ফল কীর্তি হয়ে রবে।


ক্ষণস্থায়ী জীবনেরে অমরত্ব দিতে;
সাধনার বিকল্প কোনো নেই পৃথিবীতে।
পাহাড় পর্বত নদী কিংবা গুরুগৃহ;
বিজ্ঞানের আবাসস্থল কর হে সমীহ।


প্রকৃতির মাঝে খুঁজো নিয়ম বিধান;
অসীম আকাশে দাও দৃষ্টি অনির্বাণ।
সূর্য চন্দ্র তারা আর নক্ষত্রের মাঝে;
সৃষ্টির অপরূপ সৌন্দর্য বিরাজে।


গতির প্রতি দাও স্থির মাত্রা জ্ঞান;
প্রত্যুষে দিবা কিংবা রাত্রে কর ধ্যান।
বিস্মিত হবে দেখে ধ্যানের মহিমা;
দিব্যদৃষ্টি ছেড়ে যাবে সীমা পরিসীমা।


সাধকের জন্য নয় সংসার উপভোগ;
ত্যাগের মাঝেই হবে সুখ শান্তি যোগ।
ত্যাগের মাঝেও সুখ খুঁজে সাধকেরা;
সংসার জীবন থাকে অ-সুখেতে ঘেরা।


রচনাকাল: ঢাকা, ১৫ মার্চ ২০২১