কতোটুকু স্মৃতি জমা হলো আর কতোটুকু গেলো মুছে;
কতোটা যন্ত্রণা রয়েছে অন্তরে, কতোটুকু গেলো ঘুচে;
এখনি সে হিসেব কি করে মিলাবো!
কিভাবে বিলাবো
হৃদয়ের ফুল মানুষের হাতে হাতে!
আজ মাঝরাতে
নিভে গেছে সেই দীপের সলতেখানি,
অন্ধকারে আমাকে যে দীপ দিয়ে যেতো হাতছানি
আলোকের পথে।
কোনোমতে
নিজেকে রেখেছি ধরে;
উঁচুনীচু ঢালে এখনো যাইনি পড়ে।
সূর্যের আলো যখনি উঠবে ফুটে,
অন্ধকার যাবে টুটে,
বের হয়ে যাবো অমরাবতীর পথে।
কোনোমতে
যদি পৌঁছাতে পারি
বাড়ি,
নিশ্চয়ই পাবো হিসাবের হালখাতা।
সে খাতার প্রতি পাতা
আমার কাজের হিসাবে রয়েছে ভরে।
চটপট করে
সালতামামি লিখে সভায় জানিয়ে দেবো।
হৃদয়ের সব ফুলগুলো সাথে নেবো।
সবার হাতেই বিলিয়ে দেবো নিজে;
রোদে পুড়ে পুড়ে, নয়, বৃষ্টিতে ভিজে।


রচনাকাল: ঢাকা, ৬ অক্টোবর ২০১৯