আরো একটি নির্ঘুম রাত;
বিছানায় একাকী শুয়ে।
জানালায় মোটা পর্দা ঝুলানো;
বাইরে অন্ধকার না আলোর ঝলকানি বুঝা যায় না।
মাঘ মাসের রাত;
কুয়াশার চাদর মুড়ি দিয়ে চাঁদের ঘুমিয়ে যাওয়ার কথা।
ঘুম আসা উচিত আমার চোখেও;
আসছে না।


কঠিন এক 'সত্যি'র মুখোমুখি আমি;
জীবন অতিষ্ঠ করা নির্মম 'সত্যি'।
এ 'সত্যি' সত্যিই আমি চাই না।
তবুও তো সকাল হলেই সূর্য উঠবে;
কুয়াশা যাবে কেটে।
দিনের আলোয় সেই 'সত্যি'টা চকচক করে উঠবে গিনি সোনার মতো;
যা কোনো কাজেই লাগবে না আমার।
মূল্যহীন সেই 'সত্যি' আমার জীবনে অভিশাপ হয়েই আসবে হয়তোবা।


রচনাকাল: ঢাকা, ১৯ জানুয়ারি ২০২০