সেই একদিন ছিলো;
এক ভোরের পাখি এসেছিলো উড়ে আলো-আঁধারিতে আমার বাগানে।


আগে ছিলো না কোনো পাখি,
না দোয়েল না বুলবুলি।
বলেনি কেউ,' পিউ কাহা?'
ফুটেনি গোলাপ কিংবা রজনীগন্ধা;
অস্ফুট বেদনায় নীল হয়েছিলো তারা।
গান্ধারের রাগে তোলেনি কেউ কোন সুর;
দক্ষিণ থেকে ভেসে আসেনি মাতাল হাওয়া।


অবাক বিস্ময়ে দেখলাম সেই ভোরের পাখির উড়ে আসা;
বসলো ঠিক আমার সামনেই, খুব কাছে একটা ডালে।
আমি ছুঁয়ে দিলাম তার ঠোঁট আর সমস্ত শরীর।
চোখ বুঁজে আমার আদর নিলো সে পাখি।


রঙে রঙে ভরে গেলো চারদিক;
অনাবিল প্রশান্তিতে ভরে গেলো সমস্ত পৃথিবী যেন!
ফুটে উঠলো ফুল;
বাতাসে ভাসলো এস্রাজের সুর;
পাখির কলতানে ঘুম ভাঙলো সবার।
নতুন পৃথিবীতে যেন নতুন সূর্যের উদয় হলো;
কবিতারা মেললো ডানা আমার স্বপ্নের আকাশে।


সেই থেকে শুরু।
আজও সেই পাখি গান গায় প্রতিদিন;
আমার বাগানে,
আমার মুখোমুখি বসে।


রচনাকাল: ঢাকা, ২৯ নভেম্বর ২০১৯