সেই উচ্ছল মেয়েটা কেমন হয়ে গেলো!
জীবনযাপনে এখন বড্ডো এলোমেলো।
চুল বাঁধে না পরিপাটি করে, খোলা চুলই উড়ে বাতাসে।
বৃষ্টিতে ভিজে না আর, অশ্রুর স্রোতে স্রোতে ভাসে।
বারান্দায় বসে যদি বসেই থাকে, ঠেললেও নড়ে না।
আগের মতো মিষ্টি মিষ্টি কবিতা পড়ে না।
গান যদিওবা শুনে, দুঃখে ভরা সব।
খবরই রাখে না কখন এসে চলে যায় বাসন্তী উৎসব।
মেলায় ঘুরে না আর টাঙ্গাইল শাড়ি পরে।
চুপচাপ একা একা থাকে নিজ ঘরে।


রচনাকাল: ঢাকা, ০৪ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা।