সেই মেয়েটার রূপ ঝলোমল ঝুমকো ফুলের দুলএ;
সোনার বরণ কন্যা হাঁটে বাতাসে ঢেউ তুলে।
বাঁশির মতোন নাকে যে তার সোনারই নাকফুল;
ছড়িয়ে আছে চারপাশে তার দীঘল কালো চুল।


পরীর দেশের মিষ্টি মেয়ে আসলো বুঝি নেমে;
আমার ঘরের পাশে এসে হাসলো থেমে থেমে।
হাসিতে তার মুক্তো ঝরে, দু'চোখ ভরা মায়া;
আমার বুকে আছড়ে পড়ে তার হৃদয়ের ছায়া।


স্বপ্নে আসে, স্বপ্নে ভাসে আমার আকাশ জুড়ে;
স্বপ্নে দেখা রাজকন্যা বেড়ায় উড়ে উড়ে।
আমার সোনার পালঙ্কে তার বাসর হবে কবে;
চারপাশে তার মৌ মৌ মৌ ফুলের সুবাস রবে!


রচনাকাল: ঢাকা, ১৭ মে ২০২১।