শাহবাগের আধো-ফোটা লাল গোলাপের কলি
তোমার পাশেই কাঁটাবনে কাঁটার ঘায়ে জ্বলি।।-


লালবাগ- হাজারীবাগ- সেগুনবাগিচাতে
কতো যে খুঁজেছি তোমায় সকাল-দুপুর-রাতে
পরীবাগের পরী হয়েও লুকাও ভূতেরগলি।।-


মতিঝিলে মতি খুঁজি- হাতি হাতিরঝিলে
মতির মালা- হাতির দাঁতের গয়না যদি মিলে -
তোমার হাতে দেবো তুলে মনে মনে বলি।।-


গোপীবাগের গোপী আমি -মালিবাগের মালি
তোমার চলার পথে পথে চোখের পানি ঢালি
খুঁজে বেড়াই তোমার মনের বন্ধ চোরাগলি।।-


রচনাকাল: ঢাকা, ২৯ জানুয়ারি ২০১৫