'অক্ষয় স্বাক্ষর তুমি আত্মমহিমার;
দাঁড়িয়ে রয়েছো তবুও গম্ভীরভাবে
নির্বাক সাধুর সম। কিসের অভাবে
দৃষ্টি এতো ম্লান? চেয়ে আছো বাংলার
প্রত্যন্ত প্রান্তরে। তুমি খুঁজিছো কারে
বুকে লয়ে লাখো লাখো শহীদের সাধ?
পাওনি কি খুঁজে, আর নেই অবসাদ?
বিস্মিত হলাম দেখে এরূপে তোমারে।'


'বাংলার ঘরে ঘরে লোভ-হিংসা-দ্বেষ
নন্দিত আজও। তাই দুঃখ অশেষ।
যদি অক্ষম জন্মাতে মানুষ সোনার,
কেনো আমি স্মৃতিময়ী শহীদ মিনার?'
শুনে আমি ছুয়ে তারে শপথ নিলাম,
'তব ব্যথা বিমোচনে প্রাণ বিলালাম।'

রচনাকাল: জামালপুর, ২০ জানুয়ারি ১৯৭৪