কী দুঃসাহস!
খোঁচা খোঁচা দাঁড়ি আর অবিন্যস্ত কালো চুলের  টগবগে যুবক;
ঋজু দেহের উদোম বুকে লিখেছে কঠিন শিলালিপি।
শার্ট খুলে বেঁধেছে কোমরে;
নগ্ন পিঠের তামাটে চামড়ায় কঠিনতর শব্দের ঝংকার।
স্বাধীন দেশে বুলেট আর বেয়নেটের সামনে দাঁড়িয়ে বলে যায় মুহুর্মুহু উচ্চকিত স্বরে,
'স্বৈরাচার নিপাত যাক; গণতন্ত্র মুক্তি পাক।'


কেউ কি ভেবেছে,
ত্রিশ লক্ষ শহীদ আর মাবোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া লালসবুজের দেশে;
বারবার গর্জে উঠতে হবে গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে!
বারবার যেতে হবে মিটিংএ মিছিলে;
দাঁড়াতে হবে উর্দিপড়া স্বদেশী ভাইয়ের মুখোমুখি;
একই দাবী, একই অধিকারের জানান দিতে!


কেউ কি ভেবেছে,
বারবার রক্তের গঙ্গা বইবে বাংলার রাজপথে!
পরাধীন সালাম বরকত আসাদের মতো ঝরে যাবে স্বাধীন রাউফুন বসুনিয়া!
ভাইয়ের বুলেটে মাটিতে লুটিয়ে পড়বে নূর হোসেন ;
বুকে আর পিঠে সাদা কালিতে লেখা রবে অমর শ্লোগান,
'স্বৈরাচার নিপাত যাক; গণতন্ত্র মুক্তি পাক।'


বারবার একই দাবী জানাতে হবে আর মরতে হবে দুখিনী মায়ের দামাল ছেলেদের!


রচনাকাল: ঢাকা, ৩১ অক্টোবর ২০১৯