শকুনি আকাশে উড়ে, তেজদীপ্ত ডানা;
শ্যেনদৃষ্টি পৃথিবীতে, দেবেই সে হানা।


অনাদরে দুগ্ধবতী গাভী মৃতপ্রায়;
পাশেই শকুনি তার মৃত্যু-অপেক্ষায়।


যন্ত্রণাকাতর গাভী, গোঙরায় অস্ফুটে;
শকুনি খুবলে খাবে মাংস, দুই ঠোঁটে।


ওলান বাছুরে চোষে, মৃত্যুমুখে গাই;
শকুনির চোখে লোভ, তার মৃত্যু নাই।


রচনাকাল: ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২০