শীতল হাওয়া উড়ে যাচ্ছে দ্রুতগতিতে উত্তরের নিশানায়।
আকাশে ডানা মেলে সাইবেরিয়ায় ফিরতে শুরু করেছে পরিযায়ী পাখি।
জলাভূমিতে সুর্যের আলো ঠিকরে পড়ছে অধিক উষ্ণতা নিয়ে।
শেওলার ফলন বেড়ে চলেছে তাতে, মাছের লাফঝাপ দৃশ্যমান।
আমের মুকুল ডালে ডালে উঁকি দিতে শুরু করেছে।
কৃষ্ণচুড়ায় লালে লাল হয়ে যাবে সবুজ দিগন্ত কদিন বাদেই।
শীতে নেড়া হয়ে যাওয়া গাছে গাছে নতুন পাতা গজাতে শুরু করেছে।
বসন্তের কোকিল ইতোমধ্যেই কুহুতান ধরেছে।
আকাশের সাদা মেঘগুলো সরে যাবে।
কালো মেঘ ভাসতে শুরু করবে।
দমকা বাতাসে কিছু ডালপালা ভেঙ্গে পড়বে গাছ থেকে।
বৃষ্টি হবে মাঝেমধ্যে।
বজ্রপাত হতেই পারে।
এবারের বসন্ত আমার আনন্দে কাটবে কিনা সেটি তুমিই ভালো জানো, সোনা।


রচনাকাল: ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০১৯