সুন্দরতমা
অনুপমা নিরুপমা
তুমি!
মরুভূমি
ফুলে ফুলে ভরে উঠে,
হাসির বিদ্যুৎ খেলে গেলে তোমার ওই দুই ঠোঁটে,
এই মর্ত্যলোকে।
আমার দু'চোখে
আর কারো ছায়া কখনো পড়ে না;
আমার দৃষ্টি কখনো সরে না
তোমার চলার পথ থেকে।


আমাকেই যাও ডেকে
নিশিথিনী রাতে, হে পূর্ণিমার চাঁদ, চেয়ে দেখে হাজারো নক্ষত্র।
জোছনার ভেলায় করে পাঠাও প্রেমপত্র
আমার এই পর্ণকুটিরে।
হাজার তারকার ভিড়ে
একটিই চাঁদ তুমি আমার আকাশে জ্বলে থাকো;
ডাকো
রহস্যঘেরা দুই চোখের চাহনিতে।
চকিতে
আমার হৃদয়ে তুলো ঝড়;
দিনভর
অপেক্ষায় থাকি কখন আসবে রাত, উঠবে আবার সেই পূর্ণিমার চাঁদ!
উন্মাদ
হয়ে যাবো আমি যদি না পাই তোমারে।
চুপিসারে
কিংবা সবার সম্মুখে জোছনার বিভা নিয়ে এসো;
আমাকেই, শুধু আমাকেই ভালোবেসো।


রচনাকাল: ঢাকা, ২২ ডিসেম্বর ২০২০