দিনদুপুরে লুকিয়ে থাকো,
শুকতারা গো শুকতারা।
নিশিরাতে যখন ডাকো,
দু'চোখ তখন ঘুমহারা।
চোখধাধানো তারার মেলায়
রাতবিরাতে তোমায় খুঁজি।
রাতের শেষে ভোর বেলায়
আমায় দেখা দাও গো রোজই।
অল্প সময় গল্প করে
মিষ্টি হেসে নাও বিদায়।
সাধ না মিটে, চোখ না ভরে;
দিন কেটে যায় অপেক্ষায়।


দিনের শেষে গোধূলিমায়
হারায় যখন রবির রেখা।
হঠাৎ করেই সন্ধ্যেবেলায়
চমক দিয়ে দাও যে দেখা।
তখন তোমায় সবাই বলে,
'সন্ধ্যে তারা।' শুকতারা গো,
ভোরবেলাতেই এসো চলে;
আমিই জাগি, তুমিই জাগো।


রচনাকাল: ঢাকা, ০৮ ডিসেম্বর ২০১৮