আকাশে নতুন চাঁদ ফাঁদ পেতে রয়;
অপরূপ রূপ দেখে ভরে উঠে মন।
ষোলকলা পূর্ণ করে হতে থাকে ক্ষয়;
অমাবশ্যায় চাঁদ করে আত্মসমর্পণ।


দুর্দান্ত তেজে সূর্য জ্বলে দিবাভাগে;
দিনশেষে সন্ধ্যার আঁধারে লুকায়।
দুকূল ছাপিয়ে নদী বর্ষায় জাগে;
শীতকালে শীর্ণ কায়া, সৌন্দর্য কোথায়!


প্রস্ফুটিত পুষ্পের ঘ্রাণ মৌ মৌ;
চারপাশে প্রজাপতি অলিদের ভীড়।
নববধূ সাজে সাজা চনমনে বৌ;
মাতৃত্বের স্বাদ পেলে হয়ে যায় স্থির।


জীবনের এই রূপ ক্রমে বদলায়;
সময়ের সাথে সব চক্রপরিক্রমা।
স্বপ্ন দেখা কৈশোরে যুবক বেলায়;
পৌঢ়ত্বে বৃদ্ধকালে স্মৃতি শুধু জমা।


শূন্য থেকে এসে দেখা পৃথিবীর আলো;
হাসি আর কান্নায় ভরা রাতদিন।
হঠাৎই আসবে নেমে ছায়াহীন কালো;
নিশ্বাস থেমে যাবে, শূন্যে হবো লীন।


রচনাকাল: ঢাকা, ০৩ জুলাই ২০২১।