সিদ্ধিবাবা সিদ্ধি খুঁজে ভক্তকুলের মত্ততায়;
চক্ষু বুঁজে আম খুঁজে কেউ কাঁঠালের আমসত্ত্ব পায়।
যত্তোরকম ঝুটঝামেলা বিশ্বাসে আর অবিশ্বাসে;
তত্ত্ব কথায় হরহামেশাই ভুলে ভরা তথ্য হাসে।


আঙুল ফুলে হয় কলাগাছ, সেই গাছে ফল দেখছে কেউ;
রাতবিরেতে কুকুর কাঁদে, মহানন্দে ঘুরছে ফেউ!
দুষ্টলোকের মিষ্টি কথায় চিড়া ভিজে পানিই হয়;
ভাতের অভাব হলেই নাকি 'ভাত বাড়ন্ত', লোকে কয়!


হাম্বা হাম্বা ডাকে বাছুর, মানুষ ব্যস্ত দুধপানে;
খাম্বা ধরে টানাটানি, বিজলি থাকে আসমানে!
সবখানে আজ আপোষ করে ছাপোষা আমজনতায়;
সোনার ছেলেমেয়েরা আম আঁটিসমেত খেয়েই যায়।


আজব হলেও গুজব তো নয়, ঘুণে ধরা সমাজটাই;
ধোপদুরস্ত থাকে সদাই নেংটা মনের মানুষরাই।
সাদা মনের লোকজনের আজ বড়োই আকাল দুনিয়ায়;
মাকাল ফলের মতোই ভিতর, ফিটফাট ওই বাহিরটায়।


রচনাকাল: ঢাকা, ০৭ অক্টোবর ২০২২।