মানুষ এখন অর্থ খুঁজে, ডলার-টাকার নোট;
মানুষ এখন ভালো কাজে হয় নাতো একজোট।
মানুষ এখন বেজায় চালাক, চক্ষু বুজেই থাকে;
মানুষ এখন বন্ধু খুঁজে পড়লে দুর্বিপাকে।


মানুষ এখন হল্লা করে কল্লা কাটার সুখে;
মানুষ এখন ডিগবাজি দেয় পড়লে পাথর বুকে।
মানুষ এখন পরের ধনেই পোদ্দারিতে সেরা;
মানুষ এখন শহরমুখী, চার দেয়ালে ঘেরা।


মানুষ এখন বহুরূপী, মুখ মুখোশে ঢাকা;
মানুষ এখন যুদ্ধ করে ঘুরায় জীবন-চাকা।
মানুষ এখন চায় না যেতে সহজ-সরল পথে;
মানুষ এখন টগবগিয়ে চলে উল্টোরথে।


মানুষ এখন 'ভালোবাসা'র অন্য মানে খুঁজে;
'আমার আমার' করে নিজের বুকেই মাথা গুঁজে।
মানুষ এখন একলা বড়োই, সমাজ রাখে দূরে;
রঙিন রঙিন স্বপ্ন দেখে ফড়িং হয়ে উড়ে।


অনেক মানুষ আগের মতোই পায় না ঘরের বাতি;
অনেক মানুষ পায় না খেতে, পায় না ওষুধপাতি।
অনেক মানুষ চায় না যেতে অন্ধকারের পথে;
অনেক মানুষ সৎ উপায়ে চলছে কোনোমতে।


অনেক মানুষ 'মানুষ' হওয়ার চেষ্টা করেই যায়;
অনেক মানুষ বেগার খাটে হলেই নিরুপায়।
অনেক মানুষ দুখীজনকে দেখেই বাড়ায় হাত;
অনেক মানুষ সুযোগ পেলেই দিনকে করে রাত।


নানান দেশের নানান মানুষ নানান রকম চলা;
যায় না চেনা, যায় না দেখেই মন্দ-ভালো বলা।
দুঃখ লুকায় কেউ কেউ, কেউ বলে অকপটে;
ভালো মানুষ, খারাপ মানুষ, সবাই মানুষ বটে।


রচনাকাল: ঢাকা, ১৪ আগস্ট ২০২১।