বদলে গেছে;
বদলে যাবে।
তোমার-আমার সব ঠিকানা
ভুল ঠিকানায় হারিয়ে যাবে।
রাত নিশীথের খুুনসুটিতো দিনের আলোয় মিলিয়ে যাবে;
প্রখর তাপে কোমল ধবল চামড়াগুলো কালোই হবে।
ফুরিয়ে যাবে আজ যা আছে নিজের ঘরের সিন্দুকে সব;
মনের ঘরে জমবে ধুলো, যাক না দুদিন দেখবে তখন।


হারিয়ে যাবে;
ফুরিয়ে যাবে।
ভালোবাসার ফুলগুলো সব
একটু পরে ঝরেই যাবে।
তোমার-আমার সব বাসনা মিথ্যে হবে;
সব কামনা উড়েই যাবে।
থাকো না আর একটা প্রহর;
বুকের মাঝে লেপ্টে থাকো।
যাক না দুদিন এমনি করে;
সব তো পরে ভুলেই যাবে।


রচনাকাল: ঢাকা, ০৬ নভেম্বর ২০২০