সহজ হতে পারবে না যদি জটিল হতে গেলে কেন
কোমল হতে পারবে না যদি কঠিন হতে গেলে কেন।।-


রাগ কেন যদি নেই অনুরাগ
জ্বালা কেন যদি নেই সোহাগ
ফাগুন ছড়াতে পারবে না যদি আগুন ঝরাতে গেলে কেন।।-


কাঁটা কেন যদি নেই সুরভি
ঝড় কেন যদি নেই পূরবী
হারতে যদি পারবে তবে সর্বজয়ী হতে গেলে কেন।।-


রচনাকাল: ০৩ জুলাই ১৯৭৯