কৈশোরে মিছিলে গেছি, শ্লোগানে শ্লোগানে তুলেছি কাঁপন।
যৌবনে ধরেছি অস্ত্র, হানাদার নিয়েছে বিদায়।
এনেছি স্বাধীনতা, লালসবুজের পতাকা উড়েছে  দেশে দেশে।
অতঃপর পড়াশোনায় করেছি মনোনিবেশ।
দেশগড়ায় হয়েছি সঙ্গী, কোটি মানুষের।


আজো কেনো বুক ভেঙে যাবে বোবাকান্নায়?
কেনো দেখতে হবে বোনের সম্ভ্রমহানী, ভাইয়ের রক্তাক্ত দেহ?
কাঁধে বইতে হবে সন্তানের লাশ?
করতে হবে প্রতিবাদ, মানববন্ধন?
শকুনেরা উড়বে এই বাংলার আকাশে আবার?


রচনাকাল: ঢাকা, ১২ অক্টোবর ২০১৯