বৃদ্ধস্য তরুণী ভার্যা, বলেছেন কোনোকালে কোনো  বিদগ্ধ মুণি।
কি উদ্দেশ্য-বিধেয় তা বিশ্লেষণ করবেন তাঁরা, যাঁরা জ্ঞানীগুণী।
কোনোরূপ সারবত্তা আছে কিনা সে বানীর, জানা নিষ্প্রয়োজন।
হে চঞ্চলা যৌবনা নারী, আমার জীবনে তোমার এই আগমন
ভুলিয়ে দিয়েছে অতীতের সবকিছু, সময়ের হিসেব-নিকেশ।
জানি না আমার শোণিতে ধার আছে কিনা। রজতশুভ্র কেশ
পড়ন্ত বিকেলে ঝরে যাবে নাকি গজাবে কালো রঙ নিয়ে।
পুনরায় দীপ্তমান হবে কিনা আমার শরীর। তুমি চাবুক দিয়ে
আমার পৃষ্ঠে আঘাত হানো, জ্বলে উঠি টগবগে ঘোড়ার মতোন।
পেতে চাই সিংহের তেজ। হারাতে চাইনা ঐশ্বর্য, মানিক-রতন
যা পেয়েছি তোমার থেকে বিনা ক্লেশে। দিয়েছো উজার করে
কোনো প্রশ্ন ছাড়া অফুরন্ত ভালোবাসা, আমার  মন-প্রাণ ভরে।
ফিরিয়ে দেবো আমি তোমার দেওয়া সবকিছু। দেবো প্রতিদান;
ভালোবাসা, প্রেম, রতিসুখ। সম্ভোগে হতে চাই সমানে সমান।


রচনাকাল: ঢাকা, ১৯ ডিসেম্বর ২০১৮