বসন্ত বিদায় নিলে এসে কি করবে, নাগর?
সময় গেলে কি সাধন হয়?
সাঁইজীর কথা অমৃতসমান।
আমি সেজেগুজে বারান্দায় বসে আছি তোমারই অপেক্ষায়।
দক্ষিণা বাতাসে সুবাসিত চুল দোল খাচ্ছে;
লিপস্টিকের প্রলেপ ঠোঁটের কামনার প্রলোভন ঠেকাতে পারছে না।
শাড়ির আঁচল খসে পড়ছে বারবার।
তুমি এখন কোথায় ডুগডুগি বাজাচ্ছো, বোকা।


হাসনাহেনা আর কামিনী যুগলবন্দী; ভোমরা আর মৌমাছির আনাগোনা বেড়েই চলেছে।
ভোমরা একা একা আসে আর মৌমাছি আসে দল বেঁধে বেসামাল হয়ে।
ভয়ে ভয়ে আমার সময় কাটে; আর কতো দোলাচলে রাখবে আমাকে?
সময় গেলে সাধন হবে না, পাগল!


রচনাকাল: ঢাকা, ০১ জুন ২০১৯