আমাকে খুঁজে না কেউ আর।
তবে কি হারিয়ে গেছে যৌবনের ধার!
চোখের দৃষ্টিতে তীক্ষ্ণতা নেই?
নেই কি রমণী বশীকরণের শক্তি সেই
আগের মতোন!
যতন
করে
নিজেকে রেখেছি ধরে।
বয়সের কাছে মানি নাই পরাজয়।
শরীরের ক্ষয়
হলেও হতে পারে।
মনটারে
তরতাজা তারুণ্যের উচ্ছাসে
আর যৌবনের উল্লাসে
রেখেছি বেঁধে।
সেধে সেধে
হাজার রমণীর ভীড়ে,
আমাকে রেখেছে যারা ঘিরে,
কোথায় হারালো তারা?
সর্বহারা
আমি আজ।
কথার কারুকাজ
করেছে কতোজন।
যতোদিন প্রয়োজন
ততোদিন রেখেছে বুকের কাছে।
পাছে
হারিয়ে যাই
সেই ভয়ে তটস্থ থেকেছে সর্বদাই।
এখন খবর রাখে না আর কেউ।
আবেগের ঢেউ
তারা হারিয়ে ফেলেছে;
দূরে, বহুদূরে চলে গেছে।
অযথা
স্মৃতিকাতরতা
আমাকে করেছে গ্রাস।
দুর্বোধ্য লাগে সময়ের এই নির্মম পরিহাস!


রচনাকাল: ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০১৯