ফেসবুকের পাতায় বুঁদ হয়ে পড়ে থেকে দেখি তোমার মোহিনী ছবি।
কতো কথা বলি তার সাথে!
ঠোঁটের পাপড়িতে খুঁজি অনুরণন তোমার হৃদয়ের।
লিখে যাই অজস্র কবিতা সবটুকু ভালোবাসা দিয়ে।
আসলে যে 'তুমি' কতোটুকু 'তুমি' কিছুই জানি না তার।
বিশ্বাস করি যতোটুকু লিখো ম্যাসেঞ্জারে;
কখনো বলো না কথা এই 'আমি'র সনে।
বর্ণমালায় হয় মেলবন্ধন দুই হৃদয়ের।
অস্থির সময় কাটে রাতের গভীর প্রহরে,
বিশ্বাসই সেখানে পুঁজি।
সামনে থাকলেই কি প্রখর হতো প্রেমের অনুভূতি!
হয়তো অথবা হয়তো নয়।
যায় না ঢোকা কারো হৃদপিন্ডের ভিতরে।
হারিয়ে যেও না তাই।
বিশ্বাসটুকু ধরে রেখো।
ভেঙ্গো না বিশ্বাস।
একদিন ঠিকই মিলে যাবো সময়ের স্রোতে হারাতে হারাতে।


রচনাকাল: ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০১৯