স্বপনের রানী তুমি।
স্বপনেই এসেছিলে কাল রাতে।
নিশিকন্যার মতো ফিসফিস করে বলেছিলে কথা,
এই আমার সনে।
যাদুকরী সম্মোহনীতে সাথী করে কোথায় নিয়ে গিয়েছিলে?
পূর্ণিমা চাঁদের জোছনা ধোয়া রাত, আহা!
খোলা মাঠে নরম দূর্বাঘাসের চাদর, মখমলের মতোই পেলব।
ফাল্গুনের শিরশিরানো দক্ষিণা হাওয়া; সাথে পুষ্পের সুবাস।
আকাশের তারাদের অবাক করা বিস্ময়-বিহ্বল দৃষ্টি।
কি লজ্জা! কি লজ্জা !
তবুও শৃঙ্গারে শৃঙ্গারে ভরিয়ে দিয়েছিলে আমাকে।
আমিও আমার সবটুকু উজার করে ঢেলে দিয়েছিলাম তোমায় কবোষ্ণ সঙ্গমে।


রচনাকাল: ঢাকা, ০৭ মার্চ ২০১৯