প্রাসাদের সুরম্য অট্টালিকায়
আমার বিবাহের স্বয়ম্বর সভায়
উপস্থিত গুণধর রাজপুত্রগণ।
সেখানে তুমিও এসো হৃদয়ের ধন।
তোমার স্থান অন্তরের ভিতর।
বাহ্যিক অনুষ্ঠান বাহুল্যনির্ভর।
আমার ধাঁধার জবাব সুকঠিন বটে।
তুমিই বলতে শুধু পারো অকপটে।
'আমার শরীরের জঙ্ঘার ভিতর
কি চিহ্ন রয়েছে' তার দিবে উত্তর
এক তুমি ছাড়া কেউ কি রয়েছে?
আমার জন্য কেউ যন্ত্রণা সয়েছে,
আমি তার হবো? এই  কারসাজি
সেজন্যে করেছি। জীবনকে বাজি
রেখে আমাকেই বেসেছো ভালো।
তুমিই তো আমার নয়নের আলো।
আমার ঘরে এসো মাথা উঁচু করে।
অংশ নিতে এসো আমার স্বয়ম্বরে।


রচনাকাল: ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০১৯