গয়না নৌকা উজানে বেয়ে চলেছো মাঝি দাঁড় টেনে।
নৌকার মাস্তুলের রশি শরীরে বেঁধে ছুটেছে যমুনার পাড়ে হেঁটে তোমারই সাথী।
কতো শানশওকত তোমার নৌকার।
তার পেটে ভরে রেখেছো তেজারতির মাল।
উজান বেয়ে কতোদূর যাবে আর!
একসময় তো বেলা পড়ে আসবে,
সূর্য পশ্চিমে ডুবে যাবে।
তখন শুধুই অন্ধকার আর অন্ধকার।


রচনাকাল: ঢাকা, ০৪ ফেব্রুয়ারি ২০১৯