বৃষ্টিভেজা এই লগনে,
মেঘে ঢাকা দূর গগনে,
তাকিয়ে আমি তোমায় খুঁজি।
লুকোচুরি খেলছো বুঝি!
বসে আছো ফুলের বনে?
ভাবছো আমায় সঙ্গোপনে?


মিষ্টি বকুল ফুলের কাছে
আমার কিছু জানার আছে;
দৃষ্টি মেলে থাকার ফাঁকে
দেখেছে কি আজ তোমাকে?
দেখেছে কি জুঁই, চামেলী,
হাসনা হেনা, গোলাপ, বেলী?


রিমঝিম ঝিম সুরের তালে
মেঘ হতে জল ঝরার কালে,
বিজলী জ্বলে উঠার সময়,
একা তুমি পাওনি তো ভয়?


ফিরে এসো আমার বুকে;
থাকবো পাশে দুঃখে-সুখে।


রচনাকাল: ঢাকা, ১৭ জুন ২০১৯