দিককক্রবালে আকাশের মিশে যাওয়া পৃথিবীর সাথে;
সে কি শুধুই দৃষ্টির বিভ্রাট, বিভ্রান্তি কোনো !
পথইতো মিলে যায় পৃথিবীর অন্য কোনো পথে;
মিলে না কি!


একদিন ঠিক দেখে নিও,
তোমার আমার পথ মিলে যাবে একখানে এসে;
দিকচক্রবালে খুঁজে পাবো ঠিকানা আমাদের।
শুধু হেঁটে চলা সেই লক্ষ্য নিয়ে;
কাল থেকে মহাকালের অনন্ত এ যাত্রায় দেবো না বিরতি।


রচনাকাল: ঢাকা, ১৫ নভেম্বর ২০১৯