ডিজিটাল যুগে,
হুজুগে
মেতে উঠে মানবমানবী।
প্রেম প্রেম খেলা খেলে পথেঘাটে। দেখি সবি।
বুড়ো-বুড়ি,
ছোঁড়া-ছুঁড়ি,
যুবক-যুবতী পার্কের বেঞ্চিতে ঘনিষ্ঠ হয়ে বসে।
ফুলগাছের ঝোপের নীচে কিংবা দেয়ালের পলেস্তারা যেখানে গিয়েছে খসে,
ঠিক তার আড়ালে
তারা মুখোমুখি অথবা পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালে
পড়ন্ত বিকেলে, সন্ধ্যায়
বা রাতে, আমার কি আসে যায়!


আমি তো বিবাগী;
কিংবা বদরাগী।
মানুষের কাছে কি দাম আমার;
কেউ ভাবে আমি দাগী আসামী, কেউবা চামার
ভাবে।
সবাই সেভাবে
আমাকে চেনে, যার যার ভাবনায় যা;
সবাইতো রাজকন্যা, রাজপুত্র, রানী কিংবা রাজা।
আমি কোন্ ছার!
করে যাক যা খুশি সবার।
তবুও আমার ভালো লাগে;
যদি দেখি কেউ কাউকে ভরে রাখে প্রকৃত ভালোবাসায়, আদরে, সোহাগে।


রচনাকাল: ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০১৯।