তোরই নাম ডেকে ডেকে,
এই পৃথিবীর এক প্রান্ত থেকে
অপর প্রান্ত জুড়ে
ঘুরে ঘুরে,
এক ভবঘুরে জীবন চলেছি বয়ে।
স্বপ্নেরা যায় ক্ষয়ে ক্ষয়ে
আকাশের ঝরে পড়া নক্ষত্রের মতো
অবিরত।


কতো যুগ আগে,
এক রক্তিম অস্তরাগে
নুয়ে পড়া সূর্যকে দেখে,
দীর্ঘশ্বাস ফেলেছিলি আমার দুহাতে হাত রেখে।
বলেছিলি,' যাবে না তো ছেড়ে?
জনম জনম রবো দুজনে দুজনার।' মাথা নেড়ে
সায়
দিয়ে তোর সে কথায়,
আজ আমি সবহারা।
তোকে ছাড়া
একা একাই খেলে গেছি কানামাছি।
তবু বেঁচে আছি
তোরই প্রতীক্ষায়, প্রহর গুনে গুনে।
সেকি তোকে ভালোবেসে, নাকি, মোহের আগুনে
জ্বলে জ্বলে? জানি নাতো!
ফিরে পাবো কিনা কোনোদিন, তাও তো অজানা। অন্ধকার রাতও
কুয়াশার চাদরে ঢাকা; আসে না প্রভাত।
নির্ঘুম কাটে সারা রাত।


কখন শ্বাস যাবে থেমে;
হারিয়ে যাবো সেই অস্তমিত সূর্যের মতো। পথে নেমে
তবুও তোকেই খুঁজি,
রোজই।


রচনাকাল: ঢাকা, ০২ নভেম্বর ২০১৯