তোমার আমার হবে না মিলন প্রথাসিদ্ধ পথে।
প্রেম আসে প্রেম যায় চলে অজানা অচেনা রথে।
বৈরী সমাজ ঋজু পরিবেশ বয়সও বৈরী বটে।
বিরূপ ভাবনা দুটি পরিবারে অমিল চিত্রপটে।
নিগূঢ় প্রদাহে তোমার আমার বুকের রক্তক্ষরণ।
কাছে পেতে চাই প্রিয়তম, না পেলে হবে যে মরণ।
কোন পথে যাবো,পথ কি হারাবো পথের অন্বেষায়?
যাবে কি জীবন পথে পথে ঘুরে তোমারি প্রতীক্ষায়?
তুমি কি কখনো কারো কূটচালে আমাকে বিদায় দেবে?
আমাকে না পেয়ে রক্ত আখরে মৃত্যুকে ডেকে নেবে?
আমি যে বন্ধু মনপ্রাণ দিয়ে তোমাকেই ভালোবাসি।
সারাটি জীবন রয়ে যেতে চাই তোমারই পাশাপাশি।


রচনাকাল: ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০১৯