তোমার আমার মাঝে একচিলতে চাঁদ;
জ্বলজ্বল করে জ্বলে, রূপের ঝলক।
হারিয়ে ফেলেছি আমি ধৈর্য্যের বাঁধ,
তাকিয়েই থাকি শুধু, পড়ে না পলক।


তুমি তো বন্ধু ছিলে, প্রাণপ্রিয় সখা;
রোদেলা বিকেলে যেনো শান্তির ছায়া।
কোথা থেকে এলো হেসে এই পলাতকা,
আমার হৃদয়ে এলো ভালোবাসা, মায়া।


ভেবো না তোমার নারী ভুলালো আমায়,
রমণীরা কোনোদিনও একা কারো নয়।
ভালোবাসা দিয়ে তারা ভালোবাসা চায়,
দিতে যদি নাই পারো, হবে পরাজয়।


আমি তাকে দিয়ে যাবো প্রেম সীমাহীন,
যতনে রাখবো বেঁধে হৃদয়ের পাশে।
তার যা স্বপ্ন আছে, হবে যে রঙিন;
পূর্ণিমা চাঁদ সে তো আমারই আকাশে!


রচনাকাল: ঢাকা, ২০ মার্চ ২০২০