তোমার একটা ছবি পেলাম, লাগছে দারুণ চোখে।
ঝড় তুলেছে আকাশ জুড়ে, পড়ছে এসে বুকে।
ঝড়ো হাওয়ায় কই উড়ে যাই, জানি নে তার কিছু।
লাগামছাড়া ঘোড়ার মতোই ছুটছি পিছু পিছু।
ছবির নারী, নারীর ছবি- জীবন্ত কে বেশি!
কার পাশে আজ দাঁড়াই বল', কার কাছে বা ঘেঁষি?
ছবির মানুষ দেয় না সাড়া, নিজকে ভালোবাসে।
তোমার ছবি বুকের মাঝেই, খিলখিলিয়ে হাসে।
তোমার ছবি তোমার চেয়েই বেশি কাছাকাছি।
থাকো তুমি তোমার মতো, ছবি নিয়েই বাঁচি!


রচনাকাল: ঢাকা, ০৪ নভেম্বর ২০১৮