বর্ষাস্নাত ভরাভাদ্রের মাহেন্দ্রক্ষণে জন্মেছিলে এই বাংলায়;
অপরূপ সৌন্দর্যের তুমি, অনন্য সৃষ্টি বিধাতার।
কেঁদে উঠেছিলে বারংবার কেঁপে কেঁপে;
হেসেছিলো সবাই।
রঙিন আলোর রোশনাই ছিলো চারদিকে;
আনন্দধ্বনির উল্লাস ছিলো তোমাকে ঘিরেই।


বেড়ে উঠেছিলে লাবন্য লতিকার মতো;
থইথই ঢেউয়ের মতো উদ্দাম তুমি, ভাসিয়ে দিতে নদীর দু'কূল।
পাখির মতোই উড়ে চলে গেলে স্বপ্নের দেশে;
দ্বীপকন্যা, হয়ে গেলে স্বর্গের অপ্সরী।
নৃত্যের তালে তালে ভরিয়ে দিলে চারদিক;
উন্মাতাল হলো কতো দুরন্ত পুরুষ!


বিদ্যায়, বুদ্ধিতে, জ্ঞানে আর গরিমায় অনবদ্য তুমি;
দুরন্ত বেগে ছুটে চলেছো সময়ের সাথে।
কোথায় থামবে তুমি;
কার বুকের উষ্ণতায় বাঁধবে বাসর!


আনন্দময় হোক সারাটি বছর;
জন্মদিনের মতোই প্রতিটি দিন তুমি মেতে থেকো আনন্দ উৎসবে।
তোমার দৃষ্টির সীমান্ত হোক সুখের আবাস;
শান্তির পৃথিবী হোক তোমার ঠিকানা।


রচনাকাল: ঢাকা, ২৯ আগস্ট ২০২১।