নিস্তরঙ্গ পুকুরে আকাশের ছায়া,
আকাশ আসেনি।
দৃষ্টির ভ্রমও নয়, সত্যিও নয় সেই ছায়ার শরীর।
তুমি আছো ছায়া হয়ে চোখের তারায়,
আসলে তুমি সেখানে নেই।


অদ্ভুত অদৃশ্য এক অস্তিত্ব শুধু মনের গভীরে;
যার ছিলো না কোনো ভূত, না আছে ভবিষ্যৎ।
সময় দিয়েছে বেঁধে জীবনের আয়ু;
তুমি সেখানেই আছো।
স্বশরীরে নয়, কল্পনায়ও নয়;
বর্তমানের আদরে লালিত উষ্ণ অনুভূতিই তোমার স্বরূপ।


রচনাকাল: ঢাকা, ১৫ ডিসেম্বর ২০১৯