সাধনা বিফলে যাবে তোমাকে পাবার!
হবে না চৈতন্য মুনি'র? ধ্যান ভাঙাবার
তরে করে যেতে হবে নানা ছলাকলা!
জানি না চাতুরী, কিবা মিথ্যে কথা বলা;
পারি শুধু ভালোবেসে বুকে তুলে নিতে;
ঢেলে দিতে পারি সুর প্রেমসঙ্গীতে;
মুখ বুঁজে মেনে নিতে শত অপবাদ।
সহ্য করে যেতে পারি সব অপরাধ
প্রেমের জন্য শুধু। তোমার জন্য আমি
ছেড়ে দিতে পারি সুখ, জানে অন্তর্যামী;
সর্বলোকে জানে, জানে সংসার-সমাজ।
তুমিই জানো না শুধু , ধ্যানমগ্ন আজ।
কঠিন বিবরে বেঁধে হৃদয়ের দাবী
বন্ধ করেছো দুয়ার, ফেলে দিয়ে চাবি
অবহেলাভরে দূর সমুদ্রের মাঝে।
জোয়ারের শব্দে শোনো কোন্ সুর বাজে।
আমার হৃদয় ভাঙা প্রেমের উচ্ছ্বাস
তোমার হৃদয়খানি করবেই গ্রাস।
আজ হোক, কাল হোক, অনাগত দিনে
আমার ভালোবাসা ঠিকই নেবে চিনে।
ডেকে নেবে একদিন তপস্যার শেষে;
আমাকেই বুকে তুলে নেবে ভালোবেসে।


রচনাকাল: ঢাকা, ১১ এপ্রিল ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।