চোখের তৃষ্ণা মিটে না তোমার; শুধু খাইখাই, কিসের বড়াই?
বৃদ্ধ, যুবক, কিশোর, বালক, ধর' আর ছেঁকো; তপ্ত কড়াই?
সকাল, দুপুর, রাত্রি কি ভোর
উদাম নৃত্যে রয়েছো বিভোর।
শূণ্যবসনা, হিসেব কষ' না, কোন্ কাজে কর' কিসের লড়াই!


রচনাকাল: ঢাকা, ২৮ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।