বাজারে দেখি সবুজ রঙ করা আনাজ আর লাল রঙ করা চাষের পাঙাশ;
আজকাল নাকি দালান বানাতে ইট বালি আর সিমেন্ট রডের সাথেও দেওয়া হয় বাঁশ!

আগে বুড়িগঙ্গার জলে মাছ পাওয়া যেতো, এখন সেখানে পলিথিন আর নর্দমার কালোরঙা দূষণের  স্রোত;
সেখানকার সেই জল পরিশুদ্ধ হয়ে ওয়াসার পাইপ বেয়ে আমার ঘরের খাওয়ার পানি, অদ্ভুত!

প্যাকেটজাত কমলালেবুর জুসে কমলার কোয়ার বিন্দুমাত্র নেই, আছে শুধু কৃত্রিম রঙ আর স্বাদ;
পকেটের টাকা দিয়ে তাই কিনে হাতে নেওয়ার মাঝেও থাকে অনেক আনন্দ-আহ্লাদ!

তুমিও এবার এসে আমার কলিজার কালিভূনা খাও, প্রেমের বাজারে এখন চলছে এটাই;
আমিও শেষবার খাঁটি দুধ ভেবে দুই চোখ বুঁজে গাভীর 'চোনা' খেয়ে তৃষ্ণা মেটাই!

রচনাকাল: ঢাকা, ০৮ জুন ২০২৩।